আদরের ওম জড়ানো চেনা গন্ডী
শৈশব - কৈশোরের ডানা মেলা দিন---
আধপেটা জীবনের রাহুগ্রাস মুহূর্তগুলো
বুকের ভিতর এখনও হাতুড়ি পেটায়


রক্তের ভিতর আনন্দের অবকাশে
ফিরে আসার তীব্র বাসনা
খাঁচা বন্দী জীবনে মুক্তির উচ্ছ্বাস - - -


তার আগমনী পদধ্বনি আকাশে বাতাসে
মিলনের সুর তোলে, অপেক্ষমান  সবাই---


ভাই বোন অধীর আগ্রহে দিন গোনে
অভাবী বাপ মায়ের দায়গ্রস্ত আয়োজন
আমৃত্যু চোখের জলে মঙ্গল কামনা ধ্বনিত হয়


আশার বুকে স্বপ্নের স্বর্গ রচে
মাটির ঘরে পুঁটির  উন্মেষ ঘিরে উৎসব হয়