ঘুমিয়ে থাকা অতৃপ্ত ইচ্ছারা
যখন ডানা মেলে দিয়ে
পতঙ্গের আগুন ঝাঁপ দেয় - -
বারণ না মানা আগ্রহের ভিতর ;
নিজের অজান্তেই হঠাৎ
পাল্টে যায় তার রং,
জলে ঘসে ধুয়ে ফেলি
আগের মতো চক চক করে।


সময়ের সাথে বদলে যায় দিন।


বেলা শেষে যখন সন্ধ্যা নামে
ঘরে ফিরে আসি
ক্লান্তি অবসন্নতার গাঢ় অন্ধকার
ঘিরে থাকে আমায়
একান্ত নির্জন আঁধারে মুখোমুখি বসি
দেখি নিজের আয়নায়
ছায়া ফুটে ওঠে বর্ণময় হয়
আমারই মুখের মতো মেকি ॥