ভাষার মধ্যে লুকিয়ে থাকা
শব্দেরা সুক্ষ অনুভূতির ছোঁয়া পেলে
যার শরীরে খেলা করে
তোমার আস্কারায় তার আস্ফালন।
সেই অনুভূতির জাদু-স্পর্শ
অবলীলায় গড়ে তোলে
কোনো এক অজ্ঞাত মুখের
অবিকল্প প্রতিরূপ।


শব্দেরা ছবি হয়ে ফুটে উঠলে
ছিঁড়ে যায় অসংখ্য রহস্যের জাল,
কল্পনার গর্ভ থেকে উঠে আসে
হাড় - রক্ত - মাংসের জীবন্ত শরীর
অসংখ্য জটিলতার দরজা ভেঙে
যখন চোখের সামনে এসে দাঁড়াও
ঘটে যায় নিশ্চিত বিপ্লব।।