নেমে এসো একবার মাটির কাছে
একবার তাকাও বিবেকের দিকে
যাকে ঘিরে কিছু জিজ্ঞাসা থমকে আছে।


উপর কিংবা নিচ যেখান থেকেই দ্যাখো - -
দূরত্ব বাড়লেই ছোট হয়ে যায়,
ব্যক্তিত্বের ভিন্নতা কেবল বৈষম্য বাড়ায়।


অহংকার-আভিজাত্যের দাম্ভিক বোঝা
উত্তরাধিকার সূত্রে বয়ে বেড়াই,
সাম্প্রদায়িকতা আঞ্চলিকতার গোপন মারণাস্ত্র
এসব কিছুই আমাদের জন্মগত নয়,
এমনকি ধর্মের এই মিথ্যা ভেদও---


যেমন এসেছি তেমনি, ফিরেও যাবো---


শুধু রেখে যাবো এইসব মূঢ় মানুষের জন্য
ধর্ম - সাম্প্রদায়িকতা - আভিজাত্যের আণবিক বোমা
যার অমোঘ বিস্ফোরণ একটা মানব জাতির জন্য - - -


হায়রে মরণ! মানুষ কি চায়!!