একদিন জীবনের শিকড় ছিঁড়েছে।


বিপর্যয়ের শিকার হয়ে - -
বিভৎস ঝড়ে উল্টে যাওয়া যেন
মৃতপ্রায় গাছের জীবন নিয়ে
শেষ ঠিকানা হাতে,
জীবনের শেষ প্লাটফর্ম অর্থাৎ
নষ্ট ফুটপাথে জুটেছে আশ্রয়।


সভ্যতার অহংকারের অন্ধকারে
সাধারণ মানুষের মতো নয় তারা--.
বেওয়ারিশ অবহেলিত জীবগুলো--
অশিক্ষা আর অমানবিকতার গহ্বরে
ফুটপাথে কুকুর জীবন তাদের।


খোলা আকাশের নিচে
প্রকৃতির এইসব পঙ্কিল জীবন
নাগরিকত্বহীনতার অধিকার ভোগ করে
অন্য বন্যদের মতো,
সভ্যতার পচা ক্ষতে
জীবন্ত কীট এরা - -
ঠিক মানুষের মতো দেখতে
অথচ, এই সমাজের কাছে
এরা বড় বিস্ময় - - -
হয়তো মানুষ কিংবা মানুষ নয়  ॥