আয়নার সামনে এসে দাঁড়াও
দেখবে, একটা অদ্ভুত শিহরণের ঢেউ,
শরীর জুড়ে নেমে আসছে আদিম শীতলতা।


পূর্ব পুরুষদের স্মৃতিগুলো যেন
কায়া হয়ে ঘিরে আছে আয়নার শরীর,
চেতনার স্বচ্ছ পর্দায় অশরীরী আত্মারা
উদ্দাম নৃত্য করতে থাকে.!
দৃষ্টি তখন অন্য জগৎ
অন্য রূপে তোমাকে দেখে ——
আমার ভিন্ন অস্তিত্ব জুড়ে
দীর্ঘ ছায়া ফেলে
মেলে দাও ডালপালা আর
হয়ে ওঠো আশার বিষবৃক্ষ।