কোনদিন আর অপেক্ষায় থাকতে হবে না ,
কোন বসন্তের প্রতিক্ষায়ও নয় ।
এখন কোন ভয় বিব্রত করবে না তোমাকে
আমাদের জন্য কোন দুশ্চিন্তাও ।
খিদের জন্য আর কোন কষ্ট নেই
কেউ বিরক্ত হবে না আর ।
অব্যক্ত যন্ত্রনাগুলো বুকে পোষ মানিয়ে
ভিতরে ভিতরে দগ্ধ হয়েছ
গড়েছ নিষ্পাপ অভিমানের পাহাড় ।
আমাদের চোখকে ফাঁকি দিয়ে
হজম করেছ সমস্ত প্রতিকূলতা
নির্বিবাদে শরীর ভরে মেখেছ অন্তর্দাহ,
আমাদের স্থূল অনুভূতিগুলো দেখেছ
করুণার দৃষ্টিতে আর
শান্ত্বনার প্রলেপ দিয়েছ হতাশার বুকে ।
এতটা কষ্ট সয়েছ নির্বিবাদে
যা আগে কখনো ভাবতে পারিনি,
আর আজ তাকিয়ে দেখি-
কবেই পাথর হয়েছ ভিতরে ভিতরে
আমাদেরও দীক্ষা দিয়েছ পাথর হওয়ার ॥