@@@ ( আজ মহান 'নারী দিবসে' মায়ের জাতির প্রতি আমার এ ক্ষুদ্র নিবেদন । )

নারী, বিশ্ব-ব্রক্ষ্মান্ডে সৃজিত না হতে যদি তুমি
জন্মাত না আমার পিতা, জন্মাতাম না আমি ।
মায়া-মমতার শিক্ষা প্রেম-বিচ্ছেদ ত্যাগ-তিতিক্ষা
নিয়েছে ধরনী তোমা হতে সহ্য-সহনশীলতার দীক্ষা ।
পলে পলে পদে পদে ঋনী করেছ ধরনীরে তুমি
পুরুষশাসিত এই বসুমাতা বড় নিষ্ঠুর, বড় অকৃতজ্ঞ জানি ।
ক্ষমা করো, নারী ; আমরা যে পাপী-তাপী অভাগী
অক্ষম তোমার ঋন শুধিতে তাই তো ক্ষমা-মাগি ।।


একবিংশ শতাব্দীর সূচনাভাগে বিজ্ঞানের এই স্বর্নযুগে
নারী, তোমায় নিরাপত্তাহীন দেখে হৃদয়ে বিস্ময় জাগে !
ধরিত্রীর সূচনা হতে সূচিত তোমার এই যন্ত্রনা
সভ্যতার এই লগ্নেও তোমার হাহাকার ঘুচে না ।
আজও তুমি বিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে বিদ্যার পীঠস্থানে
অপমানিত হও ; প্রতিদিন প্রতিক্ষন প্রকাশ্যে বা গোপনে ।
ক্ষমা করো, নারী ; আজও আমরা তোমায় নিরাপত্তা দিতে পারিনি
ঘরে বাইরে কর্মস্থলে কিংবা চলন্ত বাসে কেবলই শ্লীলতাহানি ।।


বিজ্ঞানের উৎকর্ষে ঘরেতে বসে টেলিভিশনে
তোমায় দেখি, নারী ; সুশীল সমাজের মধ্যরাতের আলোচনে ।
সকলে উদ্বিগ্ন তোমার হয়রান অপমান চাক্ষুষে
কেউ বলে ধর্ষন কেউ করে গর্জন কেউ বা তোমারেই দোষে ।
পাশবিক অত্যাচারের চটুল বর্ণন শুনি নির্লজ্জ চোখে
বাচনের বাহারে তোমার অপমান বিশেষায়িত ; নোংরামী মেখে ।
ক্ষমা করো, নারী ; তোমার যন্ত্রনার কাতরতা উপলব্ধি করিনি
কষ্টের তীব্রতা গ্লানির গভীরতা বুঝে ; সমব্যাথী হতে পারিনি ।।


সুশীল সুজন বুদ্ধিজীবি নারীবাদী একত্রে উচ্চকিত
তাদের প্রতিবাদের ধরনে উৎকন্ঠার স্বরুপে নারী আরো অপমানিত ।
অবহেলিত অবমূল্যয়িত আজ মায়ের জাতি
অধিকার আন্দোলন সব মেকি প্রীতি নারী তোমার প্রতি ।
সভ্যতার মানোন্নয়ন বলব নাকি ক্রান্তিকাল !
প্রতিমুহূর্তে আজ নারী ভূলুন্ঠিত ; অবনমিত তাহার কপাল ।
ক্ষমা করো, নারী ; বারেবারে ব্যবহারে পন্য পরিণত করেছি তোমায়
আজও ক্ষ্যামা দিইনি, ভরিয়ে রেখেছি তোমায় নরক যাতনায় ।।


অন্দর হতে হিঁচড়ে টেনে বের করলাম তোমায় জ্ঞানের ধোঁয়া তুলে
শালীনতা ছুঁড়ে অশালীন করেছি তোমায় স্বাধীনতার মিথ্যা ভোলে ।
লোভাতুর-লোলুপ দৃষ্টির দংশনে প্রতিক্ষনে তুমি দংশিত
অসভ্য পোষাকে প্রকাশিত দেহ অবিরাম দর্শনে বারবার ধর্ষিত ।
আমরাই দায়ী, আমাদেরই দায় ; তোমার অসম্মান
ভোগের জন্য তৃপ্তির জন্য ব্যবহারে করে গেছি অপমান ।
ক্ষমা করো, নারী ; তোমার পাওনা না মিটিয়ে বাড়িয়ে গেছি হায় !
তোমারে ব্যবহারে তোমারে সম্ভোগে তোমারেই দোষ চাপায় ।।


_________#########___________