আমি প্রবল বিস্ময় দৃষ্টিতে ধারন করে
দেখছি, দ্বিধাবিভক্ত জাতি ।
হারাচ্ছে ভাব-ভালবাসা স্নেহ-মায়া-মমতা সম্প্রীতি ।
দুটি ভাগে বিভক্ত দেশ আজ
গৃহযুদ্ধের নীল আতংকের প্রহর গোনে ।
ক্ষমতাপিপাসু,সুবিধাবাদী,স্বার্থপরদের গোপন বাসনার প্রয়োজনে ।
নাস্তিক-আস্তিক,বাম-ডান,প্রগতিবাদ-মৌলবাদ
সর্বত্র বিভাজন বিরাজমান ; সাম্প্রদায়িক-দাঙ্গার ভয় ।
মানবতা,সম্প্রীতি ভুলে দানবীয় পৈশাচিকতা আর ঘৃনার জয় ।
আমি কেঁপে কেঁপে উঠছি বারবার
রনাঙ্গন যে আসছে ধেঁয়ে ।
সত্য-মিথ্যার সম্মুখ-সমর ; প্রাননাশের বার্তা বয়ে ।
শাহবাগ-শিবিরে বিভক্ত তরুন প্রজন্ম
কারো স্থান বুকে পিঠে মাথায় ।
আবার কারো বা স্থান লাঠি আর বুটের তলায় ।
স্বাধীন সার্বভৌম দেশমাতা আজ
বড্ড নিরুপায় ; রক্তাক্ত রাজপথ যে ফিরে আসছে ।
দেশমাতা তার সন্তান হারানোর আগমনী বেদনায় মরছে ।
অকালে প্রান হারাচ্ছে তরতাজা যুবপ্রান
লাঠিয়ালদের গুলির উৎসবে ।
প্রকম্পিত গগন মায়ের আহাজারী মাতম-লাভে ।


সত্য-মিথ্যার যে রনাঙ্গন
আসছে সম্মুখ পানে ।
থাকতে চাই সে রনাঙ্গনে সত্যের সনে ।
যত বিপদ আসুক যত যাই হোক
সত্যের পথে থাকার আকুতি মোর ।
অমানিশার আঁধার ফুড়ে আনতে স্বর্নালী ভোর ।
ইতিহাস হয়ে থাকবে কালের গহ্বরে
আমাদের এই ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন ।
ত্যাগের মহিমায় বলি হয়ে অবলীলায় চিরভাস্বর সত্য-মিথ্যার রনাঙ্গন ।



___________######___________