যতবার দেখি টেলিভিশনের কাঁচের পর্দায়
ততবার শিউরে উঠি, আৎকে উঠি ।
এ কি দেখছি ? অত্যাচারীর ভয়াল থাবায়
যন্ত্রনাকাতর গুলিবিদ্ধ মানুষটি !
কোথায় হারাল বুলি কপচানো সভ্যতা
আধুনিক মানবধিকার ?
আজ কেন সুশীলদের এত নীরবতা ?
নিশ্চুপ নির্বিকার !
ছিঃ, ধিক জানাই বর্বরোচিত এই কর্মযজ্ঞের
পাখির মত এমন মানব শিকার !
এ যে আচরন অজ্ঞ অসভ্য নাৎসী ফ্যাসিষ্টের
এ যে অপমান মহান মানবতার !
ওরা তোমার মতবাদে বিশ্বাসী নয় বলে কি
এদেশের নাগরিক নয় !
এ কেমন স্বেচ্ছাচারী তুমি কেমন শাসক তুমি
পাষন্ড বর্বর নীচ-নির্দয় ।
একদিনেতে রেকর্ড কর মানুষ খুনের
একের পর এক মানুষ মরে ।
যেন সময় আজ গুলির উৎসবের
বিরামহীন রক্ত ঝরে !
তোমার কান্না পায় না ! বুকে আলোড়ন তোলে না
রক্তে রঞ্জিত রাজপথ দেখে !
তুমি কি পিশাচ না মানুষরুপী হায়েনা ?
রক্তশুষে যাও অতৃপ্ত সুখে ।
ভুলে যেও না ভিনদেশীদের তাড়িয়ে ছিলাম এ জননীর
এ দেশমাতারই আলো বায়ু অঙ্গে ধারন করে ।
প্রয়োজনে আবার ঝলসে উঠবে হাতিয়ার অত্যাচারীর
সমাধিতলে মানবতার মুক্তির তরে ।


_______#####______
বিঃ দ্রঃ   পুলিশের জলকামান,টিয়ারশেল কিংবা রাবারবুলেট বাদ দিয়ে সরাসরি গুলির কোন যৌক্তিকতা খুঁজে পাই না । এটাকে গনহত্যা ব্যাতীত আর কিছু বলা যায় না । ককটেল বিস্ফোরন বা পুলিশে হামলা অবশ্যই নিন্দনীয় ।এবং পুলিশ প্রয়োজনে ঐ এলাকায় পালটা আক্রমনে যেতে পারে, কিন্তু পাইকারী হত্যা এটা কোনভাবেই গ্রহনযোগ্য নয় ।