অনেক তো হল, এবার ক্ষ্যামা দেয় না !
এবার একটু থাম, আর পারছি না ।
কি শুরু করেছিস তোরা
সবকিছুতেই হামবড়া
আমরা কি আর গাধা-ঘোড়া ?
বল, পেয়েছিস কি তোরা ?
দেশটা কি তোদের বাবার কেনা,
আমরা কি সব খোকনসোনা,
যা ইচ্ছা তাই করবি,
যেমন তেমন বুঝিয়ে যাবি,
তোদের মতে মাথা নাড়ব,
তোদের না'তে না দোলাব,
এই কি ভেবেছিস তোরা ?
অবোধ-অবুঝ মূর্খ মোরা ?


ওরে, নষ্টের দল ওরে অভাগা,
বিবেকটারে এবার জাগা ;
আর কত সত্যি লুকিয়ে,
চামচামির সীমারেখা ছাড়িয়ে,
দলকানা হয়ে থাকবি ?
মিথ্যার জোরে গলা ফাটাবি ?
চুপ কর হারামজাদা,
ভীরু,কাপুরুষ,হতচ্ছাড়া-গাধা ।


অনেক তো বলেছিস, আমরা শুনেছি
তোর ভ্যাজর-ভ্যাজরে রাগে কেঁপেছি,
আর কত নীচে নামবি, -ওরে
কতকাল সত্যি, রাখবি বগলকরে ।
ইচ্ছে যত ইচ্ছে মত
ইনিয়ে-বিনিয়ে বললি কত,
সত্যি পেঁচিয়ে মিথ্যা ঘুরিয়ে,
রেগে-হেসে আপনাকে বাঁচিয়ে,
বলে চলেছিস প্রতারক-ভন্ডের দল,
এবার চুপ কর, লক্ষীছাড়া-চাটার দল ।


ভাগাড়ে গিয়ে মরগে তোরা,
শকুনও সেথায় দেবে না পারা,
অন্ধ তোরা, বধির তোরা, তোরা সুবিধাবাদী ।
তোরা নাকি সুশীল, সুজন ; আরও কি বুদ্ধিজীবি !
গোঁয়ারের মত গোঁয়ার্তুমিতে সিদ্ধহস্ত হয়ে,
অপরের কথা, অন্যের ব্যাথা কানে না নিয়ে,
আপনবুঝে আপন মতে আছিস তোরা
ভাবটা যেন, -তোরাই জানিস, তোরাই বুঝিস, তোরাই সেরা ।
তোদের এই প্যাচাল আর সহ্য হয় না !
তোদের এই বিবাদ-অভদ্র অপলাপ যন্ত্রনা,
আর যে নিতে পারছি না ।
ওরে চুপ কর ; থাম এবার, ক্ষ্যামা দেয় না !


_________#######______