তারুন্যে কভু দূর্বার গতিতে
আন্দোলনের পথে নির্ভার নিশ্চিন্তে
দাবী আদায়ে এগিয়ে চলা ।
স্লোগান বৃষ্টিতে উঁচুতে বাঁধা গলা ।


তারুন্যে কভু মারনাস্ত্র হাতে
দেশীয় অস্ত্রের ঝনঝনানীতে
রক্তে রাঙ্গা নিজের জামা ।
বীরত্বের প্রদর্শনীতে লাভ করে নেকড়ে উপমা ।


তারুন্যে কভু বিপ্লবের পথে
সমাজ বদলে দেয়ার শপথে
নিজেকে হারানো সবার মাঝে ।
সকলের মঙ্গলের তরে খেটে যাওয়া সকাল-সাঁঝে ।


তারুন্যে কভু ক্ষমতার মোহে
অন্যায়-অনাচার আবহে
লোভ লালসাতে মত্ত হওয়া ।
মিথ্যার বুলিতে চারপাশ বিষাক্ত করে দেওয়া ।


তারুন্যে কভু ঘর্মাক্ত শার্টে
ক্ষয়ে যাওয়া জুতো ছেড়া প্যান্টে
ঘামের মূল্য চাইতে বিলিয়ে দেয়া ।
শ্রমিকের শ্রম প্রতিষ্ঠায় হারিয়ে যাওয়া ।


তারুন্যে কভু নেতার আহবানে
লগি-বৈঠা হস্তে ধারনে
উদ্দাম নৃত্য ; মৃত লাশের উপর ।
প্রকাশ্যে দিবালোকে উন্মুক্ত রাজপথে উন্মত্ত ঝড় ।


তারুন্যে কভু দুখীর সেবাতে
আর্ত-বঞ্চিতের হাহাকার ধ্বনিতে
নীরবে নিভৃতে পাশে দাঁড়ানো মানবপ্রেমী ।
প্রচারের আড়ালে এগিয়ে চলা স্বার্থহীন মুক্তিকামী ।


তারুন্যে কভু উদাত্ত ঘোষনাতে
'ধর্ষন-শতক' পূরনের আনন্দে মেতে
বীরত্বগাঁথা প্রচারে ব্যস্ত ; অসংকোচে সচেতনে ।
পৈশাচিক বর্বরতার আনন্দ আহরনে ।


তারুন্যে কভু বিস্মিত দৃষ্টি
অবলোকনে অন্যের কুকর্ম সৃষ্টি
শিরায়-উপশিরায় অন্যরকম প্রানোম্মাদনা ।
মা-বোনদের সম্ভ্রম রক্ষায় একরোখা জেদী-সেনা ।


তারুন্যে কভু বাসস্ট্যান্ডে দাড়ানোতে
স্কুল-কলেজ গেইটে উক্ত্যক্তকারী হতে
কখনো বা প্রতিহিংসার যন্ত্রনায় দগ্ধ হয়ে
প্রতিশোধ স্পৃহায় ঘৃন্য জঘন্য কর্মে পড়ে জড়িয়ে ।


তারুন্যে কভু দিগন্তে দিগন্তে
বিপ্লবের বার্তা ছড়িয়ে দিতে
প্রতিবাদী ব্যক্তিত্বের পরিচয়ে সম্মুখ পানে ।
অন্যায় অসত্য আমূল উপড়ে ফেলার অভিযানে ।


তারুন্যে কভু প্রেমিকার সাথে
ফোনালাপে কিংবা ডেটিং পার্কে বেড়াতে
তারুন্যের উচ্ছাস সবটাই উজার করে দিয়ে
উল্লাসে ফেটে পড়া প্রেমেতে মত্ত হয়ে ।


তারুন্যে কভু দেশের তরে
দেশমাতৃকার কল্যানের ঘোরে
নিজেকে নিংড়ে দেয়া শতভাগ ঢেলে ।
আত্নত্যাগের বড়ি গিলে ।


তারুন্যে কভু জ্ঞানতাপসে
আপসহীনে জ্ঞান পিয়াসে
নিশ্চিত সুন্দর ভবিষ্যত রচনায় মগ্ন ।
কখনো বা জ্ঞানের নেশায় আত্নভোলা তারুন্যে ।


তারুন্যে কভু মাদক সেবনে
তছনছ পরিবার ; মাদকসেবীর অর্থ যোগানে
দু'কূল হারিয়ে মৃত্যুর অপেক্ষায় ।
কেউ বা মৃত্যুদ্বার হতে ফিরে আশার প্রদ্বীপ জ্বালায় ।


তারুন্যে কভু বাম আন্দোলনে
কভু যোগ দেয় ডান ধারনে
কখনো বা সুবিধাবাদী রাজনীতির মায়ায় ।
পুতুল নাচনে ব্যস্ত আপন অবস্থান হারায় ।


তারুন্যে কভু আমরন অনশনে
শিক্ষার নৈতিকতা রক্ষার জন্য
দেশের সম্পদ বাঁচানোর তাগিদে রাজপথে ।
রক্ত দিয়ে জীবন দিয়ে পুলিশি ব্যারিকেড ভাংতে ।


তারুন্যে কভু আপোষহীন
ঘটাতে অত্যাচারীর বিলীন
বড্ড জেদী মহামূল্যবান প্রান বিলিয়ে দিতে ।
দেশের জন্য সত্যের সেবায় চিরনিদ্রায় শায়িত হতে ।


_________######________
বিঃ দ্রঃ এখানে চেষ্টা করা হয়েছে সমাজতান্ত্রিক আন্দোলন, ধর্মীয় আন্দোলন, দেশের জন্য আন্দোলন, ইত্যাদিতে নিবেদিত তরুনের পাশাপাশি হায়েনার মত হিংস্র, মাংসলোভী, তারুন্যের কলংক যত কুলাঙ্গারদেরও তুলে ধরতে । কতটুকু সফল ঠিক জানি না । এতে বর্তমান কিছু ঘটনাকেও চিত্রিত করা হয়েছে । যেমন বিশ্বজিতের ঘটনা ।