ত্রিশ লক্ষ শহীদের রক্তঝরা তোমার এ পবিত্র মৃত্তিকা আজ কলুষিত
কাপুরুষ,অধম,দূর্বল আমি নিশ্চুপ নির্বাক নির্বিকার প্রতিনিয়ত ।
মাগো, তোমার ভূমি আজ নির্বোধ জ্ঞানপাপী হামবড়া তে ভরপুর
সবাই সুবিধাবাদী,লোভী,স্বার্থপর,ক্ষমতাপিপাসু,ভোগী আর চোর ।
হায়েনার দল আজ আস্ফালন করে মরে অভুক্ত ছাগলের বাচ্চার মত
আপন সত্ত্বা বিকিয়ে তারা গর্দভের ন্যায় অনুসরনে অনুকরনে ব্যস্ত ।
তোমার মৃত্তিকা কলংকিত হয়েছে আর হচ্ছে তাদের সদর্প পদচারনে
মাগো, ক্ষমা করো ব্যর্থ মোরা নরপিশাচ এই শোসকদের দূরীকরনে ।
সুবিচার না অবিচার কি পেলে কিই বা দেখছ তুমি বিয়াল্লিশ বছর পরে
মাগো, ক্ষমা করো স্বাধীন ভুমে পরাধীন বিচার ব্যবস্থা দেখি যে নয়নভরে ।