আর কত রক্ত ঝরলে তৃপ্ত হবে রক্তশুষারা,
বন্ধ হবে রক্তের এই হোলিখেলা,
আর কত লাশে ধ্বংসের উল্লাসে ত্রাসে-নাশে
চলবে বিনাশ-বিলুপ্তির লীলা ।
আর কত চোখ উৎসুখ হয়ে নিথর প্রাণের
মিছিলে খুঁজবে চেনাজানা মুখ,
আর কত দুখ শোক হয়ে বাড়াবে
বুকের ব্যাথা ; গ্রহনে ত্যাগ-যাতনার সুখ ।


সর্ব্গ্রাসীর সর্ব্নাশা লালসার বলীতে
সর্বহারাদের ভুবন কাঁপানো হাহাকার, আর কত !
কর্ণে করুণ স্বরে বিষাদ সুরে আর কত
শোনাবে, মানবের ভূমে দানবের ঔদ্ধত্য ।
সমাধিক্ষেত্রে পরিণত হওয়া আবাসভূমিতে
আরো কত চলবে উত্তপ্ত রণহুংকার,
অস্ত্রের গর্জনে দম্ভ-পেষণে আর কত আসবে
ভেসে মানবের বিলাপ-চিৎকার !


সহ্যসীমা ছাড়িয়ে ধৈর্য্যের বাঁধ পেরিয়ে বিক্ষত হৃদয়ে
আর্তনাদের ঢেউ উঠে উছলে,
নিপীড়নের কঠিন মাত্রা সওয়া নিপীড়িত আত্মার
আহাজারী বিধাতার আরশ পথে ছুটে চলে ।
ভুবন-পব্ন-গগণ স্বাক্ষী দেখেছে জংলী জন্তু বৃক্ষ-পক্ষী
মাজলুমানের কান্নার সংক্রামনে হয়েছে সবে সিক্ত,
সারি সারি লাশে নির্যাতিতের দীর্ঘশ্বাসে
জুলুমাবাজের অট্টহাস্যে রক্তের এই উচ্ছাস,
আর কত ! আর কত !


১৯/০৮/১৪ ইং ।


___####____