টিনের চালে মেনি ডাকে,
ম্যাও! ম্যাও! ম্যাও!
পায়নি খেতে দুদিন ধরে,
পেটে ক্ষুধার ঢেউ।


ঘরে তার দুটো বাচ্চা
পায়নি খেতে দুধ,
একবেলা কেউ খেতে দিলে,
পরে করবে শোধ।


লাঠি নিয়ে আসলো তেড়ে
বাড়ির ষণ্ডা বউ,
মেনির চোখের দু ফোঁটা জল,
দেখলোনা তো কেউ।


প্রাণ বাঁচিয়ে যখনই মেনি
আসলো তেঁতুল-তলায়,
জমিদারের কুকুরগুলো
মেরে ফেলেছিলো প্রায়।


তড়িঘড়ি,দৌড়ে বাঁচি,
মেনি গেলো বাজারে!
এক দোকানি দিলো রুটি,
সাথে বিষ মেখে।


মেনিতো এবার মহাখুশি!
আজ পাবে খেতে।
বাচ্চারা তার বসে আছে,
মা আসবে কবে??


রুটি নিয়ে,শোকর করে,
মেনি দিলো দৌড়।
বাচ্চারা আর কাঁদবেনা আজ,
মনে খুশির সুর।


রুটি খেয়ে,গোয়াল ঘরে,
চোখ জুড়ে নামলো তন্দ্রা।
সেই চোখ আর খুললোনা তো,
জীবনের শেষ নিদ্রা।


মুখের ফেনায়,গলার রক্তে,
ভিজে গেলো সে ও।
বৃষ্টি এসে ধুয়ে দিলো,
জানলোনা তো কেউ।


✍️➡️০৫-১০-২০২২,১৯ঃ৫৩,মঙ্গলবার