ধরণীর বুকে বোঝা হয়ে, কাটাচ্ছি দিন বিপদের মুখে;
প্রাত থেকে সায়াহ্ন পর্যন্ত, কাটিয়ে দিই মনের দুখে।


সুখ, দুঃখ বেদনা ব্যথা, সবই বলি জ্ঞানীদের সহিত;
বিপদে পড়লে থাকেনা কেহ, যতই হউক গুণী পুরোহিত।


এক্ষণে যে আর পাচ্ছিনা, এই শিক্ষার ময়দানে বরকত;
আমার জ্ঞান অন্বেষণে দয়াল, ঢেলে দাও অফুরন্ত রহমত।


তোমায় ডাকার ব্যাপারেতো দয়াল, কখনো করিনি বিলম্বের ভান;
তবুও কেন দিয়েছো আমায়, মন এমন এক আনচান।


গগনচুম্বী পাপ করেছি হায়, তবুও যে তোমারই সৃষ্টি;
সকল পাপের ক্ষমাপ্রার্থী আমি, দাওনা এবার ক্ষমার দৃষ্টি।


পরিশেষে বলবো একটি কথা, শয়তানের থেকে করো রক্ষা;
থাকতে চাই তোমারই পথে, নিয়ো নাগো আর পরীক্ষা।