তুমি সমস্ত শরীর জুড়ে সুখের সংগীত  বাজাতে নিত্য-
আজও তাই দিয়ে শুরু করেছো,
বর্ষার খেলা  ভালোলাগে আমার
তাই বলে অবিরাম বর্ষার জল তুমি উপহার দিলে।
কতো সহজ কৌশলে তুমি
চিত্তবৃত্তির অনন্য অভিনিবেশ
বদলে দিয়েছো সে দিন,,,
তুমিও কি ভালো আছো?
ভুলতে পেরেছো আমায়?
যতখানি তুমি চেয়েছো।
আমিও কি আদৌ  ভুলতে পেরেছি তোমায়!
না,,,।
কতো মায়া সংকেত জুড়ে থাকা
তোমার অস্থির রক্তের প্লাবন
ধমনীর বে্যপে ওঠা
ভালোবাসার রকমারি  চুম্বন।
সে কি করে ভুলে যাই বলো!!
তোমার খোলা বুকে ঝাঁপিয়ে পড়ার শিহরণ,  ওফ!
সে-কি জোছনার উদগীরণ ভিতর বাহির
আমাদের তখন নব যৌবন।
সকাল,  বিকেল,সাঝ  এমনকি মধ্যরাতের নিশানায়
তুমি পূর্ণ্যতা খুঁজেছো--
গোপন রাস্তার অলিগলি হেঁটেছো--
অথচ এখন তোমার আদরের জন্য অন্য চাই,
আর কেমন করে চাও তুমি?
বলো কতো খানি চাও--?


জানো তুমি আমার কাছে একটুও
বদলাওনি , ঠিক যেমনটি ছিলে
ঠিক একই ভাবে মনে পড়ে
তোমার চেনা স্বর,নব্য মায়ার উপমা।
তোমার গভীর প্রণয় সিক্ত
উড়ে আসা নীল খাম জুড়ে--
তোমার অলিখিত পরিভাষা বুঝে নিতে
আমার বেগ পেতে হয় না -
আজও সুগন্ধি রুমালের মতো
নিঃশ্বাসে ডুবিয়ে রাখি আমাদের অখণ্ড  ভালোবাসা।
যদি অভিমান ঘিরে থাকে মন
তবে তুমুল  বৃষ্টি  ঝরাও,
আর যদি ঘৃনা হয়!
তবে মুছে দাও স্মৃতি চিহ্ন।