বসন্তের একলা দুপুরে হঠাৎ মনপাখি জেগে ওঠে,
অতীতের স্মৃতিরা মন পিঞ্জরায় কেঁদে ওঠে।
বসন্তে তোমার আমার একসাথে রংমাখা দিন মনে পড়ে।
রঙিন সেই দিনগুলোতে হারিয়ে যাই আমি,
আমি আজও তোমাকে কতটা ভালোবাসি তা জানেন অন্তরযামি
হঠাৎ দেখি দমকা হওয়ায় স্বপ্ন গেল ভাঙি।


তোমার বস্ত্রে বসন্তের ছোঁয়া নয়...
রক্তাক্ত নিথর দেহখানি সব রংকে গিয়েছে ছাপিয়ে।
কৃষ্ণচূড়া শিমুল পলাশ সবাই যেন স্তব্ধ,
কোকিলের কুহু ডাকে একরাশ মৌনতা আছে মিশিয়ে।
মাতৃভূমির টানে , মাতৃভাষার গানে বসন্তে রক্তিমতা,
নীরব নিশ্চুপ কোথাও বাজে শহীদের প্রাণগাঁথা।