তোমরা জন্মে ছিলে বলেই
সীমানা প্রাচীর রেখেছো ঠিক করে
তোমরা জন্মে ছিলে বলেই
পিচ ঢালা রাজপথ রেখেছিলে দখল করে।
তোমারা জন্মে ছিলে বলেই
আশার ঝাড়বাতির দ্যুতি ছড়িয়ে ছিলে জগৎ জুড়ে
তোমরা জন্মে ছিলে বলেই
ঐ পিশাচের বুক কেঁপে উঠেছিল গণহুঙ্কারে
তোমরা জন্মে ছিলে বলেই
রক্তে রঞ্জিত রাজপথ কেঁপে উঠেছিল ঐক্যতানে
ভয় ভীতি ভুলে ছিলে ৮ফাল্গুনে রাজভাষার তরে।
তোমারা জন্মে ছিলে বলেই
বায়ান্নর ভাষা আন্দোলন স্বার্থক হয়েছিল
যুবকের তরতাজা বুকের রক্তবানে
তোমরা জন্মে ছিলে বলে মুখোশ উন্মোচন করেছিলে
ঐ পেত্মাতার
তোমরা জন্মে ছিলে বলেই
সকল ষড়যন্ত্র রুখে দিয়েছিলে ৮ ফাল্গুনের আন্দোলনে
তোমরা জন্মে ছিলে বলেই
মায়ের মুখের ভাষা বাংলাকে ফিরে পেলাম।
তোমরা জন্মে ছিলে বলেই
আজ আমরা গর্বিত মাতুভাষা বাংলাকে নিয়ে।
                     (২১/০২/২১ইং)