আহ্লাদে আর সোহাগে ডাকে আজো সেই পথে
নিশীরাতে নিঃশ্বাসে নৈঃশব্দ্যের অচল প্রাতে।
বিরহের পোড়াবনে ইবলিশের মহরা আজো চলে
আশার ভাষায় করুণ উচ্ছৃলতা ভাসে জলে।
বেদনার জলে কষ্টের স্রোত বিভাজনে টানে
নবযৌবনা নদীর সর্বনাসী মোহের ঐ বানে।
স্মৃতির বায়োস্কোপে সর্বদা হারানো মুখোচ্ছবি ভাসে
রক্তক্ষরন হয় লাঞ্ছনার বিষাক্ত কৈফিয়তের ত্রাসে।
প্রষ্ফুষ্টিত হয়নি কুঞ্জবনের সেই মায়াবী পুষ্পকলি
আচমকা ঝড়োহাওয়ায় নিঃশেষ হলো আশাশবগুলি।
ইট পাথরে গড়া সমস্ত উঁচু দেয়াল নিচু করা যায়
খাঁটি প্রেমের নির্যাস থেকে যদি ভালোবাসা যায়।
ব্যাকুল বিষণ্নতায় ভোরের আলোতে ভাঙ্গে কি ঘুম
নাকি ছলনার গভীর মায়ায় অন্যের বুকে দিচ্ছ চুম?
                        ( ০৪/০২/২১ইং)