রক্তে ভেজা বাংলার মাটি
হয়নি আজো পরিপূর্ণ খাঁটি
আঁধার কেটে হয়নি ভোর
স্বপ্ন পূরণ বহু দূর।
শোকের মোহ কাটেনি আজো
মনের প্রাচীর হতে
ব্যথার বোঝা ব্যথিতরা সয়ে
নীরবে কাঁদে রাতে।
বাংলার আকাশে উড়ে দেখি
রক্তচোষা ঐ শুকুনের দল
সুযোগ সন্ধানীর দলে ভিড়ে
সাবার করে অর্জনের ফল।
মৃত্যু ভয় বাঁধার পাহাড়
অদম্য সাহসে করে জয়
বাংলা মায়ের মুখের হাসি
বিশ্বে রাখিলো চিরঅক্ষয়।
আশার মাঠে ফলবে সোনা
মাটি হবে খাঁটি
ঐক্য গড়ে শ্রম সাধনায়
বাঁধলে নতুন জুটি।
            (১৫/০৮/২০ইং)