এবার ঘুমাও
                  মোঃতওহিদুল ইসলাম


শোকের দহনে চোখের জল
শুকিয়ে হয়েছে কি মরুভূমি
এখনো ঘুমাওনি জেগে আছো তুমি?
আকাশে মেঘের তর্জন গর্জন
তুমি কি শোননী,হে বঙ্গজননী
কি অনুতাপ তোমার হৃদয় মাঝে
ঘুম আসেনী তোমার চোখে?
যাতনা বিষাদ ভুলে যাও
অভিমান যাও ভুলে
নিদ্রাদেবীর কোলে ঢলে পর,এখন ঘুমাবে বলে।
প্রেমের মোহে ওর পানে চেয়ে পেলোনা আঁথি জল
আসবেনা ফিরে যে গেছে চলে
তুমি যাও তারে একেবারে ভুলে।
বর্ষার জলে দেহ মনে আগুন জলে আজিকার দিনে
তুমি কি ঘুমাবেনা তাই বলে?
তপ্ত দেহে কি যে বেদনা লুকিয়ে রেখেছো তুমি
জানিনা সে ইতিহাস,জানিনা শান্তনার ভাষা
নীরবে আর কতকাল এভাবে তাকিয়ে রবে পুত্র শোকে
অতীত ভুলে যাও, আপনার সুখে,হে বঙ্গজননী
রাত্রি গভীর এবার ঘুমাও,আলোর মুখ দেখবে বলে।
                        (১৪/০৮/২১ইং)