পরচর্চা পরনিন্দার বাজার গরম বেশ
সকল মানুষ নিচ্ছে মেনে এই পরিবেশ।
নীতি বাক্য সৎ উপদেশ সবাই মুখে বলে
কর্মে মানুষ এসব কথা যায় সকলে ভুলে।
মুখ দেখে যায় না চেনা খাঁটি মানুষ আজ
মন্দকে আজ নিচ্ছে লুফে ভুলে শরম লাজ।
হৃদয়বাগ আজ প্রতিহংসায় জ্বলছে ধীরে ধীরে
পরের ভালো পারেনা কেউ নিতে সহ্য করে।
আপন স্বার্থে ছুটছে সবাই অন্ধগলির ধারে
সুখ যেন সব লুকিয়ে আছে সকল আঁধার ঘিরে।
অনাদরে আশার কলি ঝরছে দিনে রাতে
ভোরের আলো ঘোমটা পরে লুকায় অন্যপথে।
স্বচ্ছজলে আগের মতো হয়না নাওয়া খাওয়া
ভালো কিছু জগৎ জুড়ে যায়না তাই পাওয়া।
                       (১৮.১১.২০ইং)