আগুনে কারো ঘর বাড়ি পুড়ুক এই ফাল্গুনে
আমি তা চাইনা।
দখিনা সমীরনে গাছে গাছে ফুল ফুটুক তাই মোর কামনা।
পত্র পল্লবে কচি পাতা হাসুক মনের আনন্দে নিরন্তর এটাই ভাবনা
প্রণয় সুখে ভ্রুমর অলি ফুলে ফুলে চুমু খেলেই
আমি পাই শান্তনা।
ফসলের মাঠ তপ্ত তাপে পুড়ে ছাই হয়ে যাক
আমি তা চাইনা
লাখো জনতার আশার ফসল নষ্ট হবে দহনে
তা মেনে নিতে পারিনা।
বঞ্চিত ব্যথিতের রক্তক্ষরণের নিদারুণ কষ্ট যন্ত্রনা
আমি বুঝি
নদীর পাড় ভাঙ্গা মানুষের বুক ফাটা আর্ত চিৎকারের
ভাষা আমি বুঝি
স্বার্থপর কিছু মানুষ আছে,যারা মন ভাঙ্গা মানুষের
কষ্ট ব্যথার যন্ত্রনা বুঝেনা,
অন্ধ মোহে নীতি নৈতিকতা ভুলে যায় তোমার মতো
অমানুষের মতো,এটা সঠিক না।
একটি কুসুম কলির আঘাতে ক্ষত বিক্ষত হৃদয়ে
যে আগুন জ্বলছে যুগ যুগ ধরে
নিভেনা তা চোখের জল পড়ে।
তবু সেথায় গভীর মমতায় প্রণযের চাষ করে যাচ্ছি
বেলা অবেলায
জ্বলে পুড়ে অভাগার প্রেম খাঁটি হোক নির্জনে
সে প্রত্যাশায়।
শিমুল পলাশ আর কৃষ্ণচূড়ার রঙ্গে রঞ্জিত এই মন
ফাগুনের বনে হারায় শুধু সেই আশায়
শুধু ঐ মমতায় ---।
                       (২০/০২/২১ইং)