যারে দেখে তুমি হর্ষে গাইতে গীতি
পড়ে নাকি মনে তার সেই স্মৃতি?
মন মননে যারে নীরবে দিলে ঠাঁই
তারেই বলে ছিলে তুমি চলার পথে চাই।
চলনে বলনে যে ছিলো গো নিত্য সুখের সাথী
ললাট লিখন কেন তার শুধু দুর্গতি?
আশার বাণীতে লিখা ছিলো যে স্মৃতির খাতা
অশ্রু ঝরে ছিঁড়ে গেলো লেনা দেনার সে পাতা।
নিশ্চহ্নের পথে প্রণয়ে গড়াঐ সে স্মুতির মিনার
অযতনে ধুলোবালিতে আঁধারে ঢাকা প্রবেশদ্বার।
  (২৪.০৮.২০২০ইং,দুঃ০১:৫০)