মানবরূপে নবী মুহাম্মদ (সাঃ)কে পাঠালেন ধরায়
মহাপ্রজ্ঞাবান প্রভূ কুল মাকুলুকাতের তরে অসীম মমতায়।
মরুরবুকে আমেনার কোলে সত্য জয়ের উপযোগী করে
এতীমরূপে তমসাচ্ছন্ন আঁধারের এই অবনী পরে।
হাসিলো ধরা আকাশ বাতাস গ্রহ নক্ষত্র তারা শশী
কাননে কুসুম কলি সকলি ফুটিলো হযে মহাখুশি।
বাতিলের যত তখত আসন উঠিলো সবি কেঁপে
পাপের বোঝা আর কি নিবে কোন মানব সঁপে?
দয়ার নবী মায়ার নবী আজ এসেছে সত্যের ঝাণ্ডা হাতে
শয়তানের কুমন্ত্রনা ভুলে যাও পাপী তাপী জগৎ হতে।
আঁধারের বুকে লাঞ্ছনা সয়ে যিনি গাইবে মুক্তির গান
রহমতের নবী তিনি যারে পাঠালেন খুশি হয়ে সুবহান।
সত্য নিষ্ঠায় খোদার প্রেমে দিবা রাত্রি যিনি রবে অবিচল
উম্মতের কষ্ট ব্যথায় যাঁর চোখে সদা রবে অশ্রুজল।
তাঁরই আগমনে এই বিশ্বব্রহ্মমান্ড প্রভূ করিলেন সৃজন
সেই শেষনবী আজ ধরার বুকে করিলেন আগমন।
আলোর রশ্মি ছড়িয়ে পড়লো যেই তামাম বিশ্বময়
যুগের জ্ঞানী গুণী যারা অবাক বিশ্ময়ে শুধু চেয়ে রয়।
মুখে নিয়ে তাওহিদের বাণী উড়ালো ভবে সত্যের নিশান
মানুষ পশুতে বাড়িলো ব্যবধান ভুলের পেয়ে সমাধান।
সেই আদর্শ নবীর বাণী যারা নিয়েছে মেনে ভবে
সফলতার চিরফসল তারাই তুলেছ খুশিতে ঘরে সবে।
                        (১২/০৬/২১ইং)