সন্ধ্যা সাঁজে দেখতে এসো
আমার ছোট্ট বাড়ি
খড়ের ছাওয়া ছোট্ট একখান
ঘর আছে দাঁড়ি।
সেই ঘরে বসত করি
ষোল বছর ধরি
সেথায় বসে একলা আমি
বাঁচার লড়াই করি।
বাড়ির পাশে ছোট্ট নদী
ঘাটে বাঁধা নাও
মনে চাইলে একবার এসে
আমায় দেখে যাও।
রাতে দেবো খেতে তোমায়
ছোট্ট মাছের ঝোল
ঘুমের ঘরে পরী এসে
তোমায় দিবে ফুল।
প্রভাত কালে যখন যাবে
শিউলী গাছের তলে
প্রেম সোহাগে ফুল কুঁড়িয়ে
দিবে হাতে তুলে।
পারবে নাকো ভুলে যেতে
আমায় কভূ আর
তুমি যদি থাকো পাশে
কাটবে মোর আঁধার।