হাসি নামের ললনা সে
জ্যোৎস্না রাঙ্গা চাঁদ
আপন করে নিতে তারে
মনে জাগে সাধ।
নজর খাড়া দৃষ্টি তার
মুখে সুন্দর হাসি
হার মানে তার কাছে
পূর্ণিমার ঐ শশী।
মিষ্টি কথায় খুব সহজে
হৃদয় করে জয়
প্রেম ঢেলে দেয় সবার মাঝে
নাহি করে ভয়।
হিংসা বিদ্বেষ মান অভিমান
সকল কিছু ভুলে
গরীব দুখী মানুষকে সে
নেয় গো টেনে কোলে।
শ্রমকে ভালোবেসে সদা
সরল পথে চলে
সত্য চাষে মানব মনে
আলোর ফসল তোলে।
হাসি দিয়ে বেদনার ফুল
আঁচল দিয়ে ঢেকে
সৃষ্টি সুখের পথে রাখে
সকলকে সে সুখে।