এডিস মশা
         মোঃতওহিদুল ইসলাম

এডিস মশা খুশি মনে
রক্ত চুষে তাজা
ভাবনা তাদের মনের মাঝে
এবার হবে রাজা।
সুন্দর যতই হোকনা বাসা
ঢুকবো সেথায় হেসে
রোগ ছড়িয়ে মানব জাতী
ধূলায় দেব মিশে।
মোদের চোখে গরীব দুখী
সকল মানুষ সমান
কর্ম দেখে বিচার করলে
পাবে তার প্রমাণ।
ভেজাল ঔষধ যতই ছিটাক
শহর বন্দর গাঁয়
এসব দেখে বাঁকা ঠোঁটে
বিষম হাসি পায়।
ডেঙ্গু জ্বরে সকল মানুষ
মরবে যখন শোকে
নিশী রাতে রাজা হবো
আমরা মনের সুখে।
বিবেক বুদ্ধি দিনে দিনে
হচ্ছে যখন ক্ষয়
মানুষ মারতে তাই করিনা
আমরা কোন ভয়।