উল্টো পথে চলছে সমাজ
দেখি নয়ন মেলে
আপন স্বার্থে অন্ধ সাজে
ন্যায় নীতি ভুলে।
মিথ্যার জালে আটকে যাচ্ছে
সত্য কথা সব
জ্ঞানী গুণীর মুখে তালা
নীরব দেখি সব।
কুজন লোকের শাসন শোষণ
বাজার গরম বেশ
সহজ সরল মানুষ যারা
দম ফেটে শেষ।
কিছু মানুষ এই সমাজে
পশুর মতো বুঝে
অন্ধ গলির পথের ধারে
হীরা মানিক খোঁজে।
দিনের চেয়ে এখন মানুষ
রাত্রে বেশি দেখে
অসৎ পথে ধান্ধা করে
থাকতে চায় সুখে।
       (১৩/১২/১৬ইং)