সোনার দেশে সোনার মানুষ নেই আগের মতো
কিছু লোকের ধ্যান ধারণা হিংস্র পশুর মতো।
কথার সাথে কাজের মিল যায়না পাওয়া খোঁজে
তবু তারাই মহাজ্ঞাণী জগতের  সব বোঝে।
নিজের ভাবনাই বেশি বোঝে পরের ভাবনা কম
আখেড় গুছায় নিজের আগে ভুলে লাজ-শরম।
নীতি বাক্যের ধার ধারেনা পশুর মতো কাজ
কালের স্রোতে রঙ্গ মঞ্চে মাথায় পরে তাজ।
জ্ঞাণী লোকের আসনে অজ্ঞ মুর্খের স্থান
লজ্জ্বা পেয়ে গুণীজন আজ হারায় তাদের জ্ঞাণ।
ঘুষ দুর্নীতির মহামারী তামাম জাহান জুড়ে
অহরহর নারী ধর্ষণ যাচ্ছে নিতুই বেড়ে।
শাসন বারণ অতি শোষণ নষ্টের আয়োজন
নেতার সংখ্যা বেড়ে যাওয়ায় থামছেনা শোষণ।
সরল পথের যাত্রী সংখ্যা বড্ড বেশি নয়
কুজন লোকের দাপট দেখে প্রাণে লাগে ভয়।
সময় থাকতে চল সবাই আলোর পথে চলি
সত্যচাষে নতুন করে জগৎ গড়ে তুলি।