প্রতিবাদের ছন্দ তালে লিখলে সকল কবি
আঁধার পথে আলোর রেখা পাওয়া যাবে সবি।
অবক্ষয়ের যত পথ খোলা আছে ভবে
বন্ধ হবে সকল কিছু কলম ধরলে সবে।
আধমরা সব উঠবে জেগে কবির অনুরাগে
যতন ফেলে ফুটবে ফুল সকল হৃদয় বাগে।
মনের কথা প্রাণের ভাষায় প্রকাশ করা যাবে
অন্যায় দেখে গর্জে উঠলে নতুন করে সবে।
বাঁধার প্রাচীর ভেঙ্গে যাবে বালির বাঁধের মতো
স্বপ্ন জয়ের প্রত্যয়ে না হলে কেউ নত।
বুকভরা সাহস নিয়ে ধরলে যুগের হাল
অসৎ মানুষ ধীরে ধীরে হবে নাজেহাল।
             (২০.১০.২০ইং)