স্মৃতি শুধু স্মৃতি হয়ে রবে চিরকাল
ব্যথা আর যাতনায় হয়ে নাজেহাল।
মনে আঁকা ছিলো যে মধুর স্বপন
তারে নাহি খোঁজে পেয়ে কাঁদে সদা মন।
ভেবে আর কেঁদে কেঁদে লাভ নেই ভবে
ললাটের লিখনে সবি জানি হবে।
শুধু শুধু তার দোষ আমি বলিনা
ছলনা যে সাথী মোর কেন মানিনাা?
কষ্ট বিনে সুখ কখনো পায়নি কেহ খোঁজে
রিক্ত শূন্য হয়ে এখন ভাবি বসে নিজে।
অতীত ভেবে শুধু শুধু কাটাবোনা বেলা
আপন সুখে নতুন পথে করবো এখন খেলা।