ভাবনার সাগরে ঢেউয়ের কোন মাতামাতি নেই
নিঃস্তব্ধ পৃথিবী নিদ্রাহীন কারুকার্যহীন উদাসীন
মায়াবী বাতাসে প্রকৃতি দোলেনা সেই মুগ্ধতায
নগ্নতার পোশাক পরে অসহায় বৃক্ষলতা কাঁদে
নাব্যতা হারানো নদীর মতো ক্ষুধার্ত প্রাণীর মতো
সে কান্নার নীরব ভাষা কেউ বুঝেনা তোমার মতো।
অসময়ে সূর্য ডুবে কালো ছায়া নেমে আসে
নিষ্ঠুর কষাঘাতে নির্লোভ মানুষের মনপোড়ে
সঞ্চিত চুম্বন বিরহের আঁখি জলে ভেসে যায়
স্বপ্নরা হাসি ভুলে লজ্জ্বায় কৌশলে মুখ লুকায়
জীবন পরাভূত হয় অতৃপ্ত মোহের তামসায়
নিঃষ্পাপ ভালোবাসা মান হারায় যুগের কাছে।
সন্ধি ভুলে অমানুষ হাসে নিদানেরে করে হেলা
পাষাণের মন তবু টলেনা শোকেই যায় বেলা
শুকতারা নির্জনে খেই হারায় আকাশের বুকে
নাজেহাল মানবের এই হাল দূর থেকে দেখে
আপন স্বার্থে ব্যস্ত মানুষ তাই ভুলে প্রেম -প্রীতি
পশু কর্মে সময় কাটানোই যেন এ যুগের নীতি।
                  (০৮/০৬/২১ইং)