এই মাটিতে জন্ম আমার এই মাটিতে বাস
এই মাটির ফুল ফসলের নেই আমি সুবাস।
এই মাটির বুক জুড়ে সোনার ফসল ফলে
আনন্দে মন উথলে ওঠে দেখলে আঁখি মেলে।
আমার দেশের মাঠের মাটি উর্বরতা ভরা
নানান জাতের ফসল ফলে বিশ্ব ভূবন সেরা।
সোনা ফলা এই মাটির নেইকো জুড়ি যার
সকল গুণে গুণাম্বিত করছে প্রভূ নিরাকার।
এই মাটির ঐ ধুলো বালি সর্ব অঙ্গে মেখে
খুশি মনে নানান ফসল ফলাই আপন শখে।
এই মাটিকে ভালোবেসে সদাই করি কাজ
সকল মানুষ কষ্ট ভুলে পায় যে সুখের সাজ।
হেসে খেলে এই মাটিতেই সাঙ্গ জীবন হবে
ক্ষণস্থায়ী এই জীবনের স্মৃতি পরে রবে।
মাটির দেহ মাটির সাথে ঠিকই যাবে মিশে
তবু আমি এই মাটিকে যাবো ভালোবেসে।
                   (২২.১১.২০ইং)