আসা যাওয়া দেওয়া নেওয়া
এই পৃথিবীর খেলা
সকাল বেলা আমির যেজন
ফকির সন্ধ্যা বেলা।
কেহ কাঁদে দিন রজনী
শোকের জলে ভেসে
কেহ আবার অধিক সুখে
সময় কাটায় হেসে।
এই জগতে কেহ এসে
প্রেম বিলিয়ে যায়
আবার কেহ নিজ সুখে
সকল লুটে খায়।
পরের সুখে যারা করে
এই জগতে কাজ
শান্তি সুখের পায়রা এসে
তারে পরায় তাজ।
হিংসা মোহে মন্দ কাজে
মত্ত যারা রয়
কষ্ট ব্যথায় সোনার জীবন
ধ্বংস তাদের হয়।
ক্ষণস্থায়ী এই পৃথিবী
থাকার জায়গা নয়
পথ চলিও ভবের হাটে
প্রাণে রেখে ভয়।
           (১৯.১০.২০ইং)