আজব দেশে আজব খেলা
দিনে রাতে চলে
আঁধার কর্মে স্ফুর্তি করে
ঘুমায় প্রভাত হলে।
মানব পশু বুক ফুঁলিয়ে
বেড়ায় হেসে খেলে
দুঃখ ব্যথায় সভ্য যারা
ভাসে চোখের জলে।
সত্য কথা অচল অসার
মিথ্যার প্রসার বেশি
সুখের আশায় অসৎ পথে
চলতে সবাই খুশি।
নিয়ম নীতি কেউ মানেনা
বড়ই আজব দেশ
নিভু নিভু সন্ধ্যা প্রদীপ
তবু সুখের বেশ!
পেশি শক্তির তান্ডবে হয়
রাঙা সবুজ মাঠ
তখ্তে বসে মূর্খ মানব
উপাধী পায় লাট।
         (২০/১২/২০ইং)