পন্ডিতগণ পাঠদান ছেড়ে
বউকে বিলায় প্রেম
মানহীনতায় জীবন গড়তে
চলছে মাঠে গেম।
সৃষ্টিশীলরা মন্দ কাজে
বড্ড ঘামায় মাথা
সুশীল সমাজ পথভ্রান্ত
হারিয়ে সুখের ছাতা।
আলোর পথে বিপ্লবীদের
শোনা যায়না ডাক
নোংরা খাবার ভালোবেসে
খাচ্ছে সোনার কাক।
বুদ্ধিজীবি বোধ হারিয়ে
ভিক্ষাজীবির ধরছে বেশ
ভবঘুরে আজ নৈতিকতা
ছাড়ছে সোনার দেশ।
সেবার জায়গা লুণ্ঠনখানা
চমৎকার এই জামানা
ভোক্তভোগী সেবার তরে
দেখি হারায় ষোলআনা।
পরকিয়ার মঞ্চে দেখি
সুবোধ বালক হাসে
ব্যবসায়ী নেতা হওয়ায়
দেশ শোকে ভাসে।
অনাহারীর মুখের খাবার
খায় হায়ানার দলে
পরিত্রানের উপায় দেখি
ডুবছে অথৈ জলে।
সুজন খোঁজে অভিবাসন
কুজন পায় সিংহাসন
মানিক রতন রয় অযতন
মানবিকতার তাই পতন।
  (২৮/০২/২১ইং)