বুদ্ধি থেকে ভাবের স্রোত
উঠলো যখন জেগে
মিশে গেলো অনুরাগে
শব্দ কথার বাগে।
কলি থেকে ফুটলো ফুল
গভীর মোহ টানে
অলি এলো চুমে চুমে
ভাসতে সুখের বানে।
দৃষ্টি মেলে দেখি যখন
সৃষ্টি সুখের মেলা
তখন আমি ভাসিয়ে দিলাম
প্রেম দরিয়ায় ভেলা।
খুশির হাওয়ায় হেলে দোলে
মাঝ নদীতে গিয়ে
থলিয়ে গেলো ছোট্ট তরী
সকল আশা নিয়ে।
চোখের জলের কি যে ভাষা
বুঝলোনা সেই নদী
কষ্ট ব্যথায় যার কারনে
আজো আমি কাঁদি।


             (০১.১০.২০ইং)