আঁধার পেয়ে অন্ধেরা আজ
দেখে পরিষ্কার
চোখের আলোয় সুন্দর কিছু
যায়না দেখা আর।
বিষের ছোঁয়ায় মন মননে
পঁচন ধরে গেছে
সত্য বলার মানুষ যারা
পরে গেছে পিছে।
ধান্ধা ছাড়া পান্থা এখন
খুঁজে পাওয়া ভার
সহজ পথে ভালো কিছু
পাওয়া যায়না আর।
যেথায় খুঁজি সেথায় মিলে
নষ্ট পঁচা ঘ্রাণ
এমন হলে এই সমাজে
বাঁচবে কি গো প্রাণ?
মানুষ হয়ে পশুর কাজ
করলে ভবের হাটে
মান গরিমা অতীত গৌরব
সকল যাবে লাটে।
সময় আছে অল্প কিছু
চলতে সরল পথে
এসো সবাই ঐক্য গড়ে
চড়ি আলোর রথে।
           (১৬.৯.২০ইং)