বন্ধু তুমি আর ডেকোনা
ভুলেও তোমার কাজে
অনেক সময় দিয়েছি গো
আমি সন্ধ্যা সাঁঝে।
কি পেয়েছি এই জীবনে
তোমার পিছে ঘুরে
হিসেব কষে শূন্য ফেলাম
আমি জীবন ভরে।
মুখে মধু অন্তরে বিষ
কপট সাধু তুমি
কথার সাথে কাজের মিল
কভূ পাইনি আমি।
খুশি মনে কাছে টেনে
আগলে ধরে বুকে
আপন স্বার্থ হাসিল করে
ফেলে দাও শোকে।
রক্তে ভেজা হাত তোমার
গন্ধ লাগে নাকে
আর পাবেনা কভূ মোরে
আগের মতো ডেকে।
প্রেম প্রীতি দয়া মায়া
লোক দেখানো ছলনা
আমায় তুমি যতই ডাক
সঙ্গী তোমার হবোনা।
যা করেছো বেশ করেছো
সুযোগ পেয়ে তুমি
আগের চেয়ে বেশী সুখী
তোমায় ভুলে আমি।
          (০৫/১২/২০ইং)