ঘুমন্ত বিবেক কি আর জাগবেনা কোন কালে
নাকি ঘুমিয়ে রবে অবুঝ শিশুর মতো মায়ের কোলে?
পৃথিবীর বুকে চলে ধ্বংসের যে লীলা খেলা
মুক্তির ঝান্ডা উড়াবে, কে এসে ধরায় এই বেলা?
আশার বাতিঘরে যে আলো নিবু নিবু জ্বলে
সোহাগের তেল ভরে তারে কে জ্বালাবে ধরাতলে?
পশুর রাজ্যত্ব কবে হবে  বিলীন
জগৎ সংসার হতে
বিবেক না জাগিলে প্রাণে মানুষের মূল্য কি তাতে?
বড় যদি হতে চাও গুণে মানে তুমি
সত্যের জল ঢেলে সাজাও আজিকার ভূমি।
ক্ষণিকের মোহ মায়া সব কিছু ভুলে
হাসিমুখে হৃদয়ে আলো দিও  জ্বেলে।
(১৯/০৫/২০ইং,রাঃ১২:৩০)