মনের ভেতর দুঃখ পোষে মুখে রাখি হাসি
মুখে মধু অন্তরে বিষ যেন গগন শশী।
চাল চলনে ভদ্র তুমি ঠান্ডা মাথার খুনি
হাসিমুখে কথা বলে ভাবের হাটে গুণী।
নিজের লাভে ব্যস্ত সদা আপন মোহের তরে
নাওনি খবর শোকে দুখে মানুষ কত মরে?
পেশি শক্তি বাহুর জোরে সকল কিছু কর
প্রতিবাদের সকল উৎস ঝাঁপটা মেরে ধর।
প্রতিপক্ষের চোখের পানি দেখে মজা পাও
বিনাদোষে মানুষ মেরে পাপ কেন কামাও?
ক্ষণস্থায়ী এই জীবনে কেন এত বাহাদুরি
বেলাশেষে শূন্য হাতে যাবে সকল ছাড়ি?
এখন সময়, ধৈর্য ধরে ন্যায়ের পথে চলা
সবাই যেন মানুষ বলে তোমার বিদায়বেলা।
নিন্দা ঝড়ের ভয় রেখে কর্ম করো ভালো
জগৎ জুড়ে সবাই যেন পায় সুখের আলো।
                  (০৩/০৩/২১ইং)