তুমি ধনী মহাজ্ঞানী জগৎ জুড়ে আজ
গর্বে তোমার হৃদয় হাসে যখন পর তাজ।
গাড়ী বাড়ি বালাখানা সকল কিছু আছে
তবু কেন মনটা তোমার মরিচিকায় মিছে?
সঞ্চিত জ্ঞান যাহা আছে হৃদয়ে তোমার
মহৎ কাজে ব্যয় করে সাজিও সংসার।
অসৎ পথে জ্ঞানকে যদি লাগাও ধরায় কাজে
পশুর মূল্যে সোনার জীবন হয়ে যাবে বাজে।
ক্ষণস্থায়ী এই জীবনের বিলাসীতা ভুলে
ফুল সুবাসে আলোর মেলায় যেও তুমি চলে।