আমাদের গর্ব
               মোঃতওহিদুল ইসলাম


বাংলার খালে বিলে শাপলা ফোটে
হাওয়ায় দোলো তারা মনের সুখে।
হাতছানি দিয়ে ডাকে খোকাখুকী দেখে
খুশিমনে জলে নামে ফাঁকি দিয়ে মাকে।
সময়ের শত হিসেব সকলি ভুলে
নাওয়া খাওয়া ভুলে তারা শাপলা তুলে।
বাংলার রূপ আছে এই ফুলে মিশে
যেই দেখে এই ফুল সেই ভালোবাসে।
বাঙালী জাতীর আজ এই ফুল গর্ব
মিলেমিশে তাই মোরা দেশটা গড়ব।