স্বার্থের পৃথিবীতে সব দেখি পর
বেদনার বালুচরে তাই বাঁধি ঘর।
সকলের চোখে মুখে হতাশার ঢেউ
মনে হয় পৃথিবীতে নেই যেন কেউ।
সোনাফলা মাটি আজ শশ্মানের ঘাট
কুজনেরা এই যুগে দেখি সব লাট।
স্বার্থের টানাটানি সারাদেশ জুড়ে
ব্যভিচারে নারী শিশু পথে রয় পরে।
আশার আলো আজ নিবু নিবু জ্বলে
সোহাগের তেল ছাড়া কতকাল চলে?
বিষাদের চাদরে সব যেন ঢাকা
অকালে ঝরে ফুল হয়ে যায় ফাঁকা।
বড় বড় বুলি শুনে কান হলো স্তব্ধ
প্রকাশের সব পথ এই যুগে বন্ধ।
নিষ্ঠুর পৃথিবী আমি ত্যাগ করে
পরপারে চলে যাবো তোমাদের ছেড়ে