নির্মল বাবু বেঁচে গেলো
দুঃখ প্রাণে সয়ে
সত্যবাবু মারা গেলো
অসৎ বাবুর ভয়ে।
লক্ষ্মীরা সব কেঁদে কেঁদে
ছাড়লো বাড়ি ঘর
শান্তিরানীর ঘুম নেই চোখে
দিন বদলের পর।
আগের মতো তাপস বাবুর
তপস্যা নেই ঘরে
বিদ্যা দেবী নীরব হয়ে
পালিয়ে গেলো দূরে।
কালের স্রোতে সব জগদীশ
হারাইলো তার দিশ
নিপুরা সব নিপাত গেলো
সবাই খেয়ে বিষ।
গঙ্গার জলে ডুবে মরলো
মায়া মমতা যত
তবু মোদীর সেবা পেতে
হলো কেহ নত।
সোনা ফলা মাটির বুকে
অগ্নী শিখা জ্বলে
শান্তি প্রিয় মানুষ তাই
ভাসে চোখের জলে।
তৈল মর্দনে খুশি আজ
যতীন্দ্রনাথ রায়
কর্তাবাবু আমার পানে
যদি ফিরে চায়।
বদলে যাবে জীবন মোর
সুখের পরশ পেয়ে
আমি শুধু খুশি হয়ে
তরী যাবো বেয়ে।
      (২৫/৩/২১ইং)