তোমাদের লোক আমি এই কথা ভেবে
মনে রেখো আমাকে তোমরা সবে।
কথা ও কাজে ব্যথা ফেলে মনে
ভুলে যাও ভুলে যাও বিদায়ের ক্ষণে।
এই দেখা শেষ দেখা হতে পারে মোর
হয়তো বা দেখবোনা আগামীর ভোর।
মায়া আর মমতার দৃষ্টি মেলে
ক্ষুর্ধাতের মুখে দিও অন্ন তুলে।
ক্ষণিকের মোহ মায়া ক্ষণিকের আশা
বালুচরে বাঁধা যেন দু'দিনের বাসা।
প্রেম প্রীতি ভালোবাসা দিও জনে জনে
যতদিন বেঁচে রবে মায়াময় ভূবনে।
মিছে মায়া ছলনা কারো সাথে করোনা
বিষাদের অনলে কারো মন পুড়োনা।
পারো যদি মনে রেখো আজিকার কথা
আমি ভুলে গেছি সব অতীতের ব্যথা।
তোমাদের মায়াভরা মুখখানা দেখে
খুশিতে মনটা ভরে গেলো সুখে।
    (০৮.০৭.২০ইং,রাঃ১০:৪০)