শতফুল কুড়িয়ে আমি আঁচলে লই ভরি
দূর আকাশের রূপ দেখে কাশবনে ঘুরি।
শিশির ভেজা দূর্বাঘাসের চুপসে যাওয়া রূপ
দৃষ্টি মেলে দেখে আমি পুলকে হই চুপ।
হাওয়ায় দোলে মালতীলতা নীরবে খায় দোল
স্নিগ্ধতার পরশ পেয়ে ফোটে ছামিত ফুল।
টগরবাগে খুশির মেলা মৌমাছিদের ভীড়
খবর পেয়ে ছুটে চলি ছেড়ে আপন নীড়।
যামিনী কাটে সুখে সাঁতার শিউলী কামিনীর ঘ্রাণে
আমি খুঁজি মনের মানুষ চিত্ত সুখের বানে।
মান অভিমান ভুলে বন্ধু একটু করো দেখা।
এমন দিনে আর পারিনা থাকতে ঘরে একা।
              (২৭/০৯/২০ইং)