শব্দ চষে ঘুরে বেড়াই
দিন রজনী ভাই
বেলাশেষে নেই কুঁড়িয়ে
ভালো যাহা পাই।
ভালো মন্দের মাঝে আমি
খাঁটি জিনিস খোঁজে
কাব্যের মাঠে ছন্দের তালে
একাই থাকি সেজে।
নানান শব্দে বিনিসুতোয়
ছন্দের মালা গেঁথে
কাব্য রচি আপন মনে
একলা নিশীরাতে।
মনের কথা দেশের কথা
চুপিসারে লিখে
প্রকাশ করি নির্ভয়ে তা
মানব মনের সুখে।
ভালো মন্দের বিচার করবে
কাব্য পাঠক যারা
আমি শুধু লিখে যাবো
খুশি হলে তাঁরা।
মন মাজারে বসে যিনি
দেয় প্রেরণা মোরে
বড্ড ভালোবাসি তাঁরে
যদিও থাকে দূরে।